প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার কম্পিউটার কাজের দোকান রয়েছে। কোন কোন কাস্টমার ২০ টাকার কাজ করে ১০০/৫০০ টাকার নোট দেয় নিজের কাছে খুচরা না থাকলে অনেক খোজাখুজির পরও খুচরা না পাওয়া গেলে কাস্টমার বলে আপনি নোটটি রেখে দিন আমি পরে এসে বাকী টাকা নিয়ে যাব। কাস্টমার চলে যাওয়ার পর দেখা যায় সে আর আসেনা, তার সাথে যোগাযোগের কোন উপায়ও নেই, এখন তার বাকী টাকা পরিশোধ করার কি উপায় রয়েছে। আবার দেখা যায় কাস্টমার ৫ টাকার নোট গুনে গুনে আমার বিল পরিশোধ করলো সেখান থেকে ১টি নোট নিচে পরে গেল কিন্তু আমরা কেউই খেয়াল করলাম না পরে যখন নোটটি পেলাম বুঝলাম যে এটি ঐ লোকটিরই টাকা সে আর না আসলে ঐ টাকাটি তাকে কিভাবে ফেরৎ দিব?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=3688
596,402 total views, 35 views today