প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে, পালিয়ে বিয়ে করা জায়েয নয়। কিন্তু বিয়ের পর যদি মেয়ের বাবা সেই বিয়ে মেনে নেয় তাহলে কি বিয়েটা শুদ্ধ হবে? যদি তারপরেও বিয়েটি শুদ্ধ না হয় তাহলে করনীয় কী?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, মেয়ে সমতা রক্ষা না করে বিবাহ করলে এবং পরবর্তীতে মেয়ের পিতা উক্ত বিবাহ মেনে নিলে তা সহীহ হবে।-সুনানে তিরমিজী, হাদীস নং ১০৮৪; রদ্দুল মুহতার ৩/৫৯, ৮৪, ৯৪, ৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৯২; আল বাহরুর রায়েক ৩/১৯৪
আপনি আরো জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=3192
593,151 total views, 127 views today